ইসলামে বিভ্রান্তির কোন সুযোগ নেই। অথচ মুসলিম উম্মাহ তাদের অজ্ঞাতসারেই কোথাও কোথাও এমন কিছু বিষয়ের মধ্যে নিজেদের সম্পৃক্ত করেছে যা অবস্থাদৃষ্টে বিভ্রান্তিমূলক মনে করার যথেষ্ট অবকাশ রয়েছে। সেই বিভ্রান্তিগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এই পুস্তকে।
দীন হিসেবে যুগে যুগে আল্লাহর বাণীর মাধ্যমে নবী-রাসূলগণ যে জীবনব্যবস্থা প্রচার করেছেন, তার যেমন ছিল প্রত্যাখ্যানকারী, তেমন বিকৃতিকারীও ছিল। চক্রান্তে এই বিকৃতিকারীরা ছিল অধিক তৎপর ও সক্রিয়। সহজসরল ধর্মপ্রাণ মানুষের উপর চাপিয়ে দেয়া সেই সকল বিভ্রান্তি এবং নকল মোকাবেলায় কুরআনী আলোচনার মাধ্যমে রচিত হয়েছে প্রচলিত ও প্রকৃত ইসলাম : একটি পর্যালোচনা।
নকল যে কোন পণ্য সাধারণত সস্তা, চটকদার ও সহজলভ্য। তাই সেটাকে আসল ভেবে নিয়ে সাধারণ মানুষ অতি সহজেই বিশ্বাস স্থাপন করে। সরলপ্রাণ সেই জনগোষ্ঠীর অন্তর্দৃষ্টি উন্মোচনের মাধ্যমে প্রকৃত ইসলামের স্বরূপ উদঘাটন এবং বিদ্যমান নৈরাজ্যের হাত থেকে মুক্ত করতে এই গ্রন্থের অবতারণা।